নেম সার্ভার কি? নেম সার্ভার কিভাবে চেক করবেন?

DNS (Domain Name System) এর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো নেমসার্ভার। নেম সার্ভার এর মাধ্যমে ডোমেইন কে হোস্টিং এর সাথে কানেক্ট করা হয়। এটি সার্ভার হিসাবে কাজ করে যেখানে নির্দিষ্ট পরিমানে কিছু ডাটা সংরক্ষণ করা হয়। আমরা জানি কম্পিউটার বাইনারি ছাড়া কিছু বোঝেনা অর্থাৎ IP অ্যাড্রেস ছাড়া কিছু বোঝেনা, আর প্রতিটি ডোমেইন এর একটি Unique IP address রয়েছে। এই জন্য ডোমেইন কে হোস্টিং এর সাথে নেম সার্ভার দ্বারা সংযুক্ত করা হয়। কোন ডোমেইন কোন IP Address এর সাথে সংযুক্ত রয়েছে তা সংরক্ষিত থাকে নেম সার্ভারে। অর্থাৎ নেম সার্ভারের মাধমে হোস্টিং থেকে ডাটা ওয়েবসাইট এ শো করানো হয়।

টুলস : আমাদের ডোমেইন এ কোন নেম সার্ভার সেট করা রয়েছে সেটি আমরা কিছু Tools এর ব্যবহার করে জানতে পারবো।

নেম সার্ভার চেক করার কয়েকটি টুলস :

intodns.com এই ওয়েবসাইটে যাওয়ার পরে গ্রীন Box এর ভিতরে আপনার ডোমেইন এড্রেস বসিয়ে Report এ ক্লিক করলেই  Information সেকশন থেকে আমরা ডোমেইন এর নেম সার্ভার দেখতে পারবো। একই ভাবে উপরের উল্লেখিত টুলস গুলো দিয়ে নেম সার্ভার চেক করা যায় ।

  • domain, hosting, SHared hosting, VPS hosting, Cheap Hosting, Live support, 24/7 support
  • 1 Utilisateurs l'ont trouvée utile
Cette réponse était-elle pertinente?

Articles connexes

হোস্টিং কীভাবে কাজ করে?

আমরা ইতিপূর্বে জেনেছি হোস্টিং এর প্রধান কাজ ওয়েবসাইটের ডাটা এবং কনফিগারেশন সার্ভারে জমা রাখা।...

ডোমেইন কি?

আমরা ডোমেইন নেম হিসেবেই চিনি যেমন YouTube, Facebook, Gmail ইত্যাদি। এখন ইউটিউব ওয়েবসাইটে ঢুকতে...

ডোমেইন হোস্টিং কেন প্রয়োজন?

ডোমেইন এবং হোস্টিং ওয়ার্ড ওয়াইড ওয়েবের একটি অতি গুরুত্বপূর্ণ অংশ। আমরা ইন্টারনেটে কোন তথ্য...

ডোমেইন হোস্টিং কেন প্রয়োজন?

ডোমেইন এবং হোস্টিং ওয়ার্ড ওয়াইড ওয়েবের একটি অতি গুরুত্বপূর্ণ অংশ। আমরা ইন্টারনেটে কোন তথ্য...

হোস্টিং কি? হোস্টিং কত প্রকার কি কি?

হোস্টিং হল একটি স্পেস যেখানে কোন ফাইল রাখলে তা পৃথিবীর যে কোন প্রান্ত থেকে অ্যাক্সেস করা যায়।...